ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) পরিচালিত ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং পরীক্ষা সম্পন্ন হয়েছে। ১০ জুন ২০২২ ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর জাফর আলম পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরে তারা কেন্দ্রে দায়িত্বরত শিক্ষক ও ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মোঃ ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস ও মোঃ নাইয়ার আজম এবং আইবিটিআরএর প্রিন্সিপাল এসএম রবিউল হাসান। দেশব্যাপী ১২টি কেন্দ্রে একসাথে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।