ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) পরিচালিত 'ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং’ (ডিআইবি) পরীক্ষার নভেম্বর ২০২৪ পর্বের ফল প্রকাশিত হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা ৩০ জানুয়ারি ২০২৫, বৃহ¯পতিবার ইসলামী ব্যাংক টাওয়ারে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও আইবিটিআরএর প্রিন্সিপাল কে. এম. মুনিরুল আলম আল-মামুন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। ৩৬টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মোট ৩৪২২ জন নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন।