PHONE

+880248121186

EMAIL

it.ibtra@gmail.com

IBBL holds opening ceremony of Managerial Functions and Leadership

September 13, 2023

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ)-এর উদ্যোগে “ম্যানেজারিয়াল ফাংশন অ্যান্ড লিডারশীপ” শীর্ষক পাঁচ দিনব্যাপী এক কর্মশালা ১০ সেপ্টেম্বর ২০২৩, রবিবার আইবিটিআরএ উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মুহাম্মদ কায়সার আলী প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। আইবিটিআরএর প্রিন্সিপাল মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কে. এম. মুনিরুল আলম আল-মামুন। এ সময় ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল হামিদ মিয়া ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত ছিলেন।