PHONE

+880248121186

EMAIL

it.ibtra@gmail.com

The Result of Diploma in Islamic Banking (DIB) October,2023

January 03, 2024

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) পরিচালিত 'ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং’ (ডিআইবি) পরীক্ষার অক্টোবর ২০২৩ পর্বের ফল প্রকাশিত হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা ৩ জানুয়ারি ২০২৪, বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন। আইবিটিআরএর প্রিন্সিপাল মোঃ নজরুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাসনাইন আবিদ ও খালেদ মাহমুদ রায়হান, এফসিসিএ এ সময় উপস্থিত ছিলেন। ৩৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মোট ৪৭৯৯ জন নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে পার্ট-১ এ ৯২২ জন এবং পার্ট-২ তে ৯৮০ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছে।